কর্ম ভিসা
আপনি এখানে আছেনঃ
- একনজরে
- ভিসার বিবরণ এবং যোগ্যতা
- কখন আবেদন করতে হবে
- আবেদনের জন্য প্রয়োজনীয় সামগ্রী
- কিভাবে আবেদন করতে হবে
- সহায়ক কাগজপত্র
- পরিবার
- অধিক তথ্য
একনজরে
আপনি যদি অন-অভিবাসী হিসেবে সাময়িক ভাবে যুক্তরাষ্ট্রে কাজ করতে চান তাহলে যুক্তরাষ্ট্রের অভিবাসী আইন অনুসারে আপনি কি ধরণের কাজ করবেন তার উপর নির্ভর করে আপনার কাছে নির্দিষ্ট প্রকারের ভিসা থাকতে হবে। অধিকাংশ সাময়িক কর্মী ভিসার প্রকারেভেদের ক্ষেত্রে আপনার সম্ভাব্য নিয়োগকারী সংস্থা বা তার এজেন্ট দ্বারা একটি পিটিশন ফাইল করাতে হবে যেটি আপনার কর্ম ভিসার জন্য আবেদন করার আগে যুক্তরাষ্ট্রে ইউএস সিটিজেনশিপ এন্ড ইমিগ্রেশান সার্ভিসেস (USCIS)-এর দ্বারা অনুমোদিত হতে হবে।
H, L, O, P এবং Q ভিসার সমস্ত আবেদনকারীদের তাদের পক্ষে USCIS-এর দ্বারা আনুমোদিত পিটিশন থাকতে হবে। আপনি ইউ.এস দূতাবাস বা কনস্যুলেটে কর্ম ভিসার জন্য আবেদন করার আগে পিটিশন ফর্ম I-129 অবশ্যই অনুমোদিত হতে হবে। যখন আপনার পিটিশনটি অনুমোদিত হয়ে যাবে তখন আপনার নিয়োগকারী সংস্থা বা এজেন্ট নোটিস অফ একশান ফর্ম I-797 পাবেন যেটি আপনার পিটিশনের অনুমোদনের বিজ্ঞপ্তি হিসেবে কাজ করবে। আপনার সাক্ষাৎকারের সময় কনস্যুলার অফিসার ডিপার্টমেন্ট অফ স্টেট’স পিটিশন ইনফরমেশন ম্যানেজমেন্ট সার্ভিস (PIMS)-এর মাধ্যমে পিটিশনের অনুমোদনটি যাচাই করবেন।
আপনার পিটিশনের অনুমোদনটি যাচাই করার জন্য ইউ.এস দূতাবাস বা কনস্যুলেটে আপনার সাক্ষাৎকারে আসার সময় আপনাকে অবশ্যই আপনার I-129 পিটিশন রিসিপ্ট নম্বরটি আনতে হবে। অনুগ্রহকরে মনে রাখবেন যে যদি আপনি যুক্তরাষ্ট্রের অভিবাসী আইন অনুসারে ভিসার জন্য অযোগ্য বলে বিবেচিত হন তাহলে পিটিশনের অনুমোদন আপনার ভিসা পাওয়ার সম্ভাবনাকে নিশ্চিত করবে না।
ভিসার বিবরণ এবং যোগ্যতা
H-1B (বিশেষ পেশা)
আপনি যদি আগে থেকে নির্ধারিত কোনো পেশাদারী কাজের জন্য যুক্তরাষ্ট্রে আসেন তাহলে আপনার H1B প্রকারের ভিসা প্রয়োজন হবে। এর যোগ্যতা অর্জনের জন্য আপনাকে যে বিষয়ের উপর কাজ চাইছেন সেই নির্দিষ্ট বিষয়ে ব্যচেলার’স বা তার থেকে উচ্চ ডিগ্রি (বা কোনো সমপ্রকারের ডিগ্রি) ধারন করতে হবে। USCIS এটি নির্ধারণ করবেন যে আপনার নিয়োগ কোনো বিশেষ ও নির্দিষ্ট কাজের জন্য হয়েছে কিনা এবং এই কাজটি করার জন্য আপনি যোগ্য কিনা । আপনার নিয়োগের শর্তাবলী ও চুক্তি চূড়ান্ত করতে আপনার নিয়োগকারী সংস্থাকে ডিপার্টমেন্ট অফ লেবার-এ একটি লেবার কনডিশন এপ্লিকেশান ফাইল করতে হবে।
H-1B1 এইচ-১বি১ চুক্তি ভিত্তিক অস্থায়ী কর্ম অনুমোদন ভিসা
চিলি এবং সিঙ্গাপুর এর সাথে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি, চিলি এবং সিঙ্গাপুর এর যোগ্যতাসম্পন্ন নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রে অস্থায়ী ভাবে কাজ করার অনুমতি দেয়। শুধুমাত্র চিলি এবং সিঙ্গাপুরের নাগরিকগন প্রাথমিক আবেদনকারি হিসবে যোগ্য বিবেচিত হবে , যদিও তাদের স্বামী/স্ত্রী এবং সন্তান অন্য দেশের নাগরিক হতে পারে।
এইচ১বি১ ভিসার আবেদনকারীর কাছে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কর্ম অঞ্চলে, তাদের চাকুরি দাতার নিশ্চয়তা পত্র থাকতে হবে, তবে চাকুরিদাতা কে অন-অভিবাসী কর্মীর জন্য আবেদন পত্র ফর্ম আই-১২৯ পূরণ করতে হবেনা এবং আবেদনকারী অনুমোদন পত্র ফর্ম আই-৭৯৭ ছাড়াই ভিসার জন্য আবেদন করতে পারবে। তবে, ভিসার জন্য আবেদন করার আগে, আবেদনকারী কে অবশ্যই শ্রম অধিদপ্তর বরাবর ফরেন লেবার সার্টফিকেশন এর জন্য আবেদন করতে হবে। এইচ১বি১ ভিসা সঙ্ক্রান্ত আরো তথ্য জানার জন্য অনুগ্রহ করে ওয়েবসাইটটি ভিজিট করুন
H-2A (মৌসুমি কৃষি কর্মি)
একটি H-2A ভিসার সাহায্যে যুক্তরাষ্ট্রের নিয়োগকারী সংস্থা সেই সমস্ত সাময়িক কৃষি ভিত্তিক কাজ যেগুলির জন্য কর্মী যুক্তরাষ্ট্রে পাওয়া যায় না, তার জন্য বিদেশী কর্মিদের যুক্তরাষ্ট্রে নিয়ে আসতে পারে। H-2A আপনার জন্য কেবলমাত্র তখনই প্রযোজ্য হবে যদি আপনি সাময়িক ভিত্তিতে যুক্তরাষ্ট্রে কোনো সাময়িক বা মৌসুমি কৃষি ভিত্তিক কাজ করতে চান । আপনার পক্ষে যুক্তরাষ্ট্রের একটি নিয়োগকর্তাকে (বা যুক্তরাষ্ট্রের কৃষি উৎপাদকদের সংগঠন যা সহ-নিয়োগকর্তা) অবশ্যই ফর্ম I-129, অন-অভিবাসী কর্মির পিটিশন ফাইল করতে হবে।
H-2B ভিসা (দক্ষ ও অদক্ষ কর্মী)
এই প্রকারের ভিসা তখন প্রয়োজন যখন আপনি যুক্তরাষ্ট্রে আসছেন কোনো সাময়িক বা মৌসুমি কাজ করার জন্য যার জন্য যথেষ্ঠ কর্মী যুক্তরাষ্ট্রে পাওয়া যায় না। এজন্য আপনার নিয়োগকর্তার ডিপার্টমেন্ট অফ লেবারের থেকে প্রশংসাপত্র প্রয়োজন যেটি এই বিষয়টিকে নিশ্চিত করে, যে ধরণের কাজের জন্য আপনার পিটিশন প্রদান করা হয়েছে তার জন্য কোনো যোগ্য কর্মী যুক্তরাষ্ট্রে পাওয়া যায় নাই।
H-3 (শিক্ষানবিস)
এই প্রকারের ভিসা আপনার তখন প্রয়োজন যদি আপনি গ্র্যাজুয়েট শিক্ষা বা প্রশিক্ষণ ছাড়া অন্য কোনো ক্ষেত্রে প্রশিক্ষণ নেওয়ার জন্য সর্বাধিক দুই বছরের জন্য যুক্তরাষ্ট্রে আসেন। আপনি আপনার প্রশিক্ষণের জন্য ভাতা পেতে পারেন এবং “হ্যান্ডস-অন” কাজ এক্ষেত্রে অনুমোদিত। এই প্রশিক্ষণ কর্ম প্রদানের জন্য ব্যবহৃত হতে পারবে না এবং আপনার নিজ দেশে এই প্রশিক্ষণ সহজলভ্য নয়।
H-4 (পরিবার-পরিজন)
আপনি যদি মূল আবেদনকারী হন যার একটি বৈধ H ভিসা রয়েছে তাহলে যুক্তরাষ্ট্রে আপনার সাথে থাকার জন্য আপনার স্ত্রী এবং আপনার অবিবাহিত সন্তানেরা (২১ বছরের কম) H-4 ভিসা পেতে পারেন। তবে, যুক্তরাষ্ট্রে থাকাকালীন আপনার পত্নী বা সন্তানেরা কোন ধরণের কাজ করতে পারবে না।
L-1 (সংস্থার আভ্যন্তরীণ বদলি)
আপনি যদি একটি আন্তর্জাতিক সংস্থার কর্মী হন যেটি সাময়িকভাবে আপনাকে ঐ একই সংস্থার যুক্তরাষ্ট্রের মূল শাখা, সহায়ক শাখা বা সমান্তরাল শাখায় বদলি করে তাহলে আপনার L-1 ভিসার প্রয়োজন হবে। এই আন্তর্জাতিক সংস্থা একটি যুক্তরাষ্ট্রের সংস্থা বা একটি বিদেশি সংস্থা হতে পারে। L-1 ভিসার জন্য যোগ্যতা পেতে গেলে আপনাকে ম্যানেজেরিয়াল বা এক্সেকেটিভ লেভেলে থাকতে হবে বা বিশেষ জ্ঞান থাকতে হবে এবং যুক্তরাষ্ট্রের কোনো সংস্থায় এরমধ্যে যেকোনো একটি পদে পদস্থ থাকতে হবে। তবে এটি আবশ্যক নয় যে আপনি আগে যে পদে ছিলেন সেই পদেই থাকতে হবে। এছাড়াও আপনাকে আপনার ভিসা আবেদনের তিন বছর আগের সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের বাইরে আন্তর্জাতিক সংস্থায় নিরবচ্ছিন্নভাবে একবছর নিযুক্ত থাকতে হবে। আপনি L-1 ভিসার জন্য কেবল তখনই আবেদন করতে পারেন যখন যুক্তরাষ্ট্রের সংস্থা বা সহায়ক সংস্থা USCIS থেকে একটি অনুমোদিত পিটিশন পাচ্ছে, এটি ব্ল্যাঙ্কেট বা ব্যক্তিগত ভিত্তিক হতে পারে।
L-2 (পরিবার-পরিজন)
আপনি যদি মূল আবেদনকারী হন যার একটি বৈধ L ভিসারয়েছে তাহলে যুক্তরাষ্ট্রে আপনার সাথে থাকার জন্য আপনার স্ত্রী এবং আপনার অবিবাহিত সন্তানেরা (২১ বছরের কম) L-2 ভিসা পেতে পারেন। আইনের একটি সাম্প্রতিক পরিবর্তনের কারণে বর্তমানে আপনার স্ত্রীকাজের অনুমোদন চাইতে পারেন। আপনার স্ত্রীকে অবশ্যই তার নিজের L-2 ভিসায় যুক্তরাষ্ট্রে আসতে হবে এবং তারপর আপনাকে আবেদনপত্রের মূল্য সমেত একটি পূরণ করা ফর্ম I-765 জমা করতে হবে (USCIS থেকে প্রাপ্ত)। আপনার সন্তানেরা যুক্তরাষ্ট্রে কাজ করার জন্য অনুমোদিত নয়।
O
O প্রকারের ভিসা সেই সমস্ত ব্যক্তিদের এবং তাদের সহকারীদের প্রদান করা হয় যাদের বিজ্ঞান, শিল্প, শিক্ষা, বাণিজ্য এবং ক্রিড়ায় অসাধারণ দক্ষতা আছে বা চলচ্চিত্র ও টিভির অনুষ্ঠানে অসাধারণ সাফল্য আছে ।
P
P প্রকারের ভিসা কিছু নির্দিষ্ট ক্রিড়াবিদ, বিনোদক, শিল্পী এবং তাদের সহকারীদের প্রদান করা হয় যারা যুক্তরাষ্ট্রে প্রদর্শনীর জন্য আসছেন এবং এ ধরণের প্রদর্শনীর জন্য অর্থ গ্রহণ করবেন। P ভিসার ধারকদের তাদের উপার্জনের উপর ধার্য যুক্তরাষ্ট্রের কর প্রদান করতে হবে।
Q
যদি আপনি বাস্তবিক প্রশিক্ষণ, নিযুক্তিকরণ এবং নিজ দেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য আদান প্রদানের উদ্দেশ্যে কোনো আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময় প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রে যাত্রা করেন তাহলে আপনার Q ভিসা প্রয়োজন হবে। প্রোগ্রামের উদ্যক্তাকে আপনার পক্ষে অবশ্যই একটি পিটিশন ফাইল করতে হবে এবং এই পিটিশনটি অবশ্যই USCIS-এর দ্বারা অনুমোদিত হতে হবে।
কখন আবেদন করতে হবে
ইউ.এস দূতাবাস বা কনস্যুলেট, আপনার I-797-এ উল্লেখিত কর্মের প্রারম্ভিক তারিখের ৯০ দিন আগের সময়কালের মধ্যে H, L, O, P বা Q ভিসা প্রক্রিয়াকরণ করতে পারে। তবে, আপনার যাত্রার পরিকল্পনা করার সময় অনুগ্রহ করে মনে রাখবেন যে ফেডেরাল নিয়মাবলীর জন্য আপনি ভিসা ব্যবহার করে কেবলমাত্র আপনার I-797-এ উল্লেখিত অনুমোদিত সময়কালের ১০ দিন আগে যুক্তরাষ্ট্রেমার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকারের জন্য আবেদন করতে পারেন ।
আবেদনের জন্য প্রয়োজনীয় সামগ্রী
আপনি যদি H, L, O, P বা Q ভিসার জন্য আবেদন করেন তাহলে আপনাকে নিম্নলিখিতগুলি জমা করতে হবেঃ
- একটি অন-অভিবাসী ভিসা ইলেক্ট্রনিক আবেদনপত্র (DS-160) ফর্ম। DS-160 এর বিষয়ে আরো অধিক তথ্যের জন্য ডিএস১৬০ এর ওয়েবপেজটি দেখুন । DS-160DS-160
- যুক্তরাষ্ট্রে যাত্রা করার জন্য একটি বৈধ পাসপোর্ট যার বৈধতার মেয়াদ অন্ততপক্ষে যুক্তরাষ্ট্রে আপনার পরিকল্পিত ভ্রমণ সময়ের পর ছয় মাস স্থায়ী হবে (যদি না দেশ ভিত্তিক চুক্তির দ্বারা ছাড়া পেয়ে থাকেন) । যদি আপনার পাসপোর্টে একাধিক ব্যক্তি অন্তর্ভূক্ত থাকেন তাহলে যারা ভিসা চাইছেন তাদের প্রত্যেককে আবেদন জমা দিতে হবে এবং তাদের নিজস্ব পাসপোর্ট থাকতে হবে। যুক্তরাষ্ট্রেযুক্তরাষ্ট্রে
- গত ছয় মাসের মধ্যে তোলা ২”x২”(৫সেমিx৫সেমি) একটি (১) ছবি । কি ধরণের ছবি দরকার সেবিষয়ে তথ্য এই ওয়েবপেজে আছে।
- আপনার অন-অভিবাসি ভিসা প্রক্রিয়ার অফেরত যোগ্য ফি এর সমপরিমাণ যা স্থানীয় মুদ্রায় প্রদান করা হয়েছে তার একটি রশিদ। এই মূল্য প্রদান করার বিষয়ে আরও অধিক তথ্য আপনি এই ওয়েবপেজে পাবেন। যদি ভিসা প্রদান করা হয় তাহলে সেক্ষেত্রে আপনার জাতীয়তার উপর নির্ভর করে একটি অতিরিক্ত ভিসা ইস্যুয়েন্স রেসিপ্রোসিটি মূল্য প্রদান করতে হতে পারে। আপনাকে ভিসা ইস্যুয়েন্স রেসিপ্রোসিটি মূল্য প্রদান করতে হবে কিনা এবং এই মূল্যের পরিমাণ কত সেবিষয়ে জানতে ডিপার্টমেন্ট অফ স্টেটসের ওয়েবপেজটি আপনাকে সহায়তা করতে পারে।
- আপনি যদি ব্ল্যাঙ্কেট পিটিশনে L-1 আবেদনকারী হন তাহলে আপনাকে অবশ্যই একটি ফ্রড প্রিভেনশন এন্ড ডিটেকশন ফি (এই মূল্যের সম্বন্ধে আরো অধিক তথ্য এখানে পাবেন) প্রদান করতে হবে ।
-
রিসিপ্ট নম্বর আপনার অনুমোদিত আই-129 পিটিশনে লেখা থাকবে। আই-797 এর কাগজগুলো ইন্টারভীউতে নিয়ে আসার প্রয়োজন নেই।
এই সামগ্রী গুলি ছাড়াও আপনাকে সাক্ষাৎকারের লেটার প্রদান করতে হবে যেটি নিশ্চিত করে যে আপনি এই সেবার মাধ্যমে একটি সাক্ষাৎকারের দিন ধার্য করেছিলেন। এছাড়া, আপনি যদি মনে করেন অন্য যেকোনো কাগজপত্র কনস্যুলার অফিসারকে আপনার দেওয়া তথ্যের সমর্থন করে তাহলে সেগুলিও আপনি নিয়ে আসতে পারেন।সাক্ষাৎকারেরকাগজপত্র
কিভাবে আবেদন করতে হবে
ধাপ১
ননইমিগ্রেন্ট ভিসা ইলেক্ট্রনিক আবেদনপত্র (DS-160) ফর্মটি পূর্ণ করুন
ধাপ ২
ভিসা আবেদনপত্র প্রক্রিয়ার ফি প্রদান করুন।
ধাপ ৩
এই ওয়েবপেজে আপনার সাক্ষাৎকারের দিনটি নির্ধারিত করুন। আপনার এপয়েন্টমেন্টটি নির্ধারিত করতে আপনার নিম্নলিখিত তথ্যগুলি প্রয়োজন হবে
- আপনার পাসপোর্ট নম্বর
- আপনার ভিসা ফি’র রশিদ থেকে প্রাপ্ত নম্বর (যদি এই নম্বরটিকে সনাক্ত করতে আপনার সাহায্য প্রয়োজন হয় তাহলে এখানে ক্লিক করুন)
- DS-160 কনফারমেশান পেজে উল্লেখিত দশ(১০) সংখ্যার বারকোড নম্বর
ধাপ ৪
আপনার ভিসা সাক্ষাৎকারের তারিখ ও সময়ে ইউ.এস দূতাবাস বা কনস্যুলেটে দেখা করুন । আপনাকে অবশ্যই আপনার সাক্ষাৎকারের চিঠির একটি প্রিন্ট করা কপি, আপনার DS-160 এর কনফারমেশান পেজ, গত ছয় মাসের মধ্যে তোলা একটি ছবি এবং বর্তমান এবং সমস্ত পুরানো পাসপোর্ট সাথে আনতে হবে । এই সমস্ত সামগ্রী ছাড়া আবেদন গৃহীত হবে না।
সহায়ক কাগজপত্র
এই সামগ্রী গুলি ছাড়াও আপনাকে সাক্ষাৎকারের চিঠি প্রদান করতে হবে যেটি নিশ্চিত করে যে আপনি এই সেবার মাধ্যমে একটি সাক্ষাৎকারের দিন ধার্য করেছিলেন । এছাড়া, আপনি যদি মনে করেন অন্য যেকোনো কাগজপত্র কনস্যুলার অফিসারকে আপনার দেওয়া তথ্যের সমর্থন করে তাহলে সেগুলিও আপনি নিয়ে আসতে পারেন।
সতর্কতাঃ নকল কাগজপত্র প্রদান করবেন না । জালিয়াতি বা ভ্রান্ত তথ্যের কারণে আপনি ভিসার জন্য চিরতরে অযোগ্য বলে বিবেচিত হতে পারেন। ইউ.এস দূতাবাস বা কনস্যুলেট কারো কাছে এই তথ্য প্রকাশ করবেনা এবং তথ্যের গোপনীয়তা রক্ষা করবে।
কনস্যুলার অফিসার প্রতিটি আবেদন পৃথকভাবে দেখেন এবং সিদ্ধান্ত নেওয়ার সময় পেশাগত, সামাজিক, সাংস্কৃতিক এবং অন্যান্য বিষয়গুলি বিবেচনা করেন। কনস্যুলার অফিসার আপনার নির্দিষ্ট উদ্দেশ্য, পারিবারিক পরিস্থিতি এবং আপনার দেশে আপনার সুদূরপ্রসারী পরিকল্পনা ও সম্ভাবনার দিকগুলিও দেখতে পারেন। প্রতিটি আবেদন পৃথকভাবে এবং আইনতভাবে বিবেচিত হয়।
আপনি যদি প্রথমবারের জন্য ভিসার আবেদনকারী হয়ে থাকেন তাহলে সাক্ষাৎকারের দিন নিম্নলিখিত কাগজপত্রগুলি সাথে এনে আপনি সময় বাঁচাতে পারেন।
- আপনার কাজের যোগ্যতা প্রতিস্থাপনকারী প্রমাণ, যার মধ্যে যেকোনো বিশ্ববিদ্যালয়ের ডিপ্লোমা অন্তর্ভূক্ত।
- বর্তমান এবং পূর্ববর্তী নিয়োগকারী সংস্থাগুলি থেকে প্রাপ্ত মূল পত্র যেখানে আপনার পদ এবং কোন প্রকল্পে আপনি কাজ করেছেন এবং কতদিন আপনি ঐ সংস্থার সাথে কাজ করেছেন, ইত্যাদি উল্লেখিত আছে।
- আপনি যদি বর্তমানে কর্মরত থাকেন এবং H-1B স্ট্যাটাস ধারণ করেন তাহলে অনুগ্রহ করে আপনার বর্তমান বছরের পেস্লিপ এবং যতবছর ধরে আপনি যুক্তরাষ্ট্রেযুক্তরাষ্ট্রে কর্মরত আছে সেই সমস্ত বছরের ফেডারাল ট্যাক্স রিটার্ণ (IRS ফর্ম 1040 এবং W-2) জমা করুন। আপনাকে নিম্নলিখিতগুলি আনতে হবেঃ
- আপনার বর্তমান বা সাম্প্রতিকতম কর্মক্ষেত্র থেকে পেস্লিপ
- আপনার বর্তমান ও পূর্ববর্তী কর্মক্ষেত্রসমূহের ম্যানেজারদের নাম এবং বর্তমান ফোন নম্বর
- আপনার জীবন-বৃত্তান্ত
পরিবার
পরিজনআপনার উপর নির্ভরশীল পরিবারের সদস্যদের অন-অভিবাসী ভিসার জন্য সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র এবং নিম্নলিখিতগুলি আনতে হবেঃ
- একটি বিবাহের (আপনার স্বামী/স্ত্রী-এর জন্য) এবং/বা জন্মের (আপনার ২১ বছরের অনূর্ধ অবিবাহিত সন্তানদের ক্ষেত্রে) মূল সনদপত্র, যেমনটা প্রযোজ্য
- আপনার নিয়োগকর্তার কাছ থেকে নেওয়া পত্র যেটি আপনার অব্যাহত নিযুক্তিকরণকে নিশ্চিত করে
- যদি আপনার স্বামী/স্ত্রী H1-B ভিসায় বর্তমানে যুক্তরাষ্ট্রেযুক্তরাষ্ট্রে কর্মরত থাকেন তাহলে তার বর্তমান বছরের পেস্লিপ এবং H1-B ভিসায় যুক্তরাষ্ট্রেযুক্তরাষ্ট্রে যত বছর ধরে কর্মরত আছেন, সকল বছরের ফেডেরাল ট্যাক্স রিটার্ণ (IRS ফর্ম 1040 এবং W-2s)
এট নিশ্চিত করুন যে আপনি দূতাবাসে সাক্ষাৎকারে আসার সময় কোনো কাগজপত্র সিলবদ্ধ অবস্থায় আনেন নি।
অধিক তথ্য
H, L, O, P এবং Q ভিসার বিষয়ে আরো অধিক জানতে ডিপার্টমেন্ট অফ স্টেটের ওয়েবসাইট দেখুন